সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গল্প:- পাত্র বদল

         গল্প:- পাত্র  বদল       একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। এই ভুল কোনদিন শুধরাতে পারবে না মিতু। এই জন্য সে ফুলশয্যার রাতে বিছানায় বসে হাউমাউ করে কাঁদছে। তার কাঁদার কারণ হলো তার পাত্র বদল হয়েছে।যে আজ বর সেজে গাড়ি করে তাকে তোলে আনতে গিয়েছিল সে আসলে তার বর নয়।বরের জমজ ভাই।মিতু প্রথম প্রথম একটুও বুঝতে পারেনি।দু ভাই ঠিক একই রকম দেখতে।স্বাস্থ চেহারা কোন কিছুতেই তাদের ফারাক করা দায়। কিন্তু একটা জায়গায় বিরাট বড় ফারাক! তার জন্য বর সেজে যে গিয়েছিল সে সুন্দর করে কথা বলতে পারে।আর এখন যে তার বাসর ঘরে এসেছে সে একটুও কথা বলতে পারে না।বোবা। বোবা ছেলের কাছে মিতুর বাবা বিয়ে দিবে না কিংবা মিতুও এই বর পছন্দ করবে না এই জন্যই একটা মিথ্যে নাটক সাজিয়ে তাকে বউ করে আনা হয়েছে এ বাড়িতে। মিতুর কান্না শুনে তার শাশুড়ি ইয়াসমিন বেগম এলেন ঘরে। এসে বললেন,'কাঁদো কেনো বউমা? মিতু কাঁদতে কাঁদতেই বললো,'আপনারা এটা কীভাবে করতে পারলেন? আমার সর্বনাশ কেন করলেন আপনারা সবাই মিলে? ইয়াসমিন বেগম মিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন,'যা হয়ে গেছে...

গল্প:- ভুল সবই ভুল

  Bangla Love story গল্প:- ভুল সবই  ভুল একদিন রাতে অফিস থেকে ফেরার পর বাসায় এসে দেখি তুমোল চিৎকার- চেঁচামেচি। এমন তো হওয়ার কথা না!দ্রুত হেঁটে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা।ভেতরে ঢুকেই অবাক হলাম। আমার স্ত্রী মিতু ফ্লোরের উপর পা ছড়িয়ে বসে আছে।তার কপালের এক পাশ কেটে দরদর করে রক্ত নামছে।আর তার পাশে একটা গোছানো ব্যাগ।ব্যাগের কাছে ফ্লোরের উপর শুয়েই আমার দের বছরের ছেলেটা গড়াগড়ি করে গলা ছেড়ে কাঁদছে।মিতুও কাঁদছে ছেলেও কাঁদছে।পাশে ব্যাগ।ব্যাপার কী? কপাল কাঁটলো কীভাবে? আমার কাঁধে ঝুলানো ব্যাগটা এক ঢিলে দূরে ছুঁড়ে ফেলে আমি গেলাম মিতুর কাছে।ওর কপালে ছুঁতে চাইতেই ও দূরে সরে যেতে যেতে বললো,'সাবধান!আমায় তুমি টাচ্ করবা না বললাম!' আমি অবাক হয়ে বললাম,'কী হয়েছে তোমার? কপাল কাটলো কীভাবে মিতু গলা ছেড়ে বললো,'তোমার কাছে এটা বললে তুমি বিশ্বাস করবা কোনদিন?করবা না। উল্টো আমারেই দোষবা।' বলে আবার কাঁদতে লাগলো মিতু। আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার কী যে মায়া লাগলো! শীতের দিন।ঠান্ডায় ফ্লোরের উপর এভাবে পড়ে থেকে গড়াগড়ি করে কাঁদছে ছেলেটা!দ্রুত ছেলেটাকে কোলে নিতে চা...

গল্প :- পাড়ার বড় আপু যখন বউ

  Bangla Love story গল্প :- পাড়ার বড় আপু যখন বউ এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেনো বাবা -মা ভদ্রতা শিক্ষায় নি ? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম ,, তখুনি একটা মেয়ে এসে বললো ৷৷ চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম ৷ কি হলো তোকে আমি কিছু বললাম।। ((মেয়েটি)) চুপচপ (আমি) এভাবে হবে না তোর আব্বুর নাম্বার দে (মেয়েটি) ফোন নাম্বার বন্ধ (আমি) আম্মুর নাম্বার দে (মেয়েটি) 01++++++++(আমি) মেয়েটি ফোন দিলো,, আমার পকেটের ফোনটা বেজে উঠলো ফোনটা বাইর করে কেটে দিলাম | নিজের নাম্বার দিলি কোনো ফাইজলামি করিস ?(মেয়েটি) এটাই আম্মুর নাম্বার আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে (আমি) মেয়েটা চুপ হয়ে গেলো,, কিছুক্ষন দুজনের মধ্যে নিস্তব্ধতা চললো ৷ নাম কি (মেয়েটি) রিয়াদ (আমি) শুধু রিয়াদ আর কিছু নেই (মেয়েটি) আছে কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না (আমি) বাসায় কে কে আছে (মেয়েটি) কেউ নেই (আমি) মানে (মেয়েটি) একা থাকি কেউ নেই আমার (আমি) থাকিস কোথায় ? (মেয়েটি) কলেজের পিছনে একটা বাসায় থাকি (আমি) পড়ালেখা কেমন করে চলে (মেয়েটি) ফ্রিল্যান্সিং করি ওটা দ...

গল্প :- রোমান্টিক বউ

  Bangla Love story গল্প :-   রোমান্টিক বউ ~গ্রাজুয়েশন শেষ করে সবেমাত্র বাবার ব্যবসায় মন নিবেশ করেছি, সারাদিন যন্ত্রণা সহ্য করে ফিরেই দেখি আম্মু টিভির সামনে মনমরা হয়ে বসে আছে। বুঝলাম তুফান শুরুর  আগের শান্তি। -কি হয়েছে আম্মু? -কি আর হবে? -চুপ করে আছ কেন? -তাহলে কি চেঁচামেচি করব? -ইচ্ছা হলে করতে পার। -থাম তুই। -আচ্ছা। কিছু না বলে নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আম্মু নিজেই খাবার খেতে ডাকছে। টেবিলে গিয়ে বিড়ালের মত বসে পরলাম, খাবার তুলে দিয়ে শুরু করল, -তুই আর তোর আব্বু, সারাদিন বাইরে থাকিস, আমি একা  কি করব বাসায়? -পয়েন্ট। কি করতে পারি? -বলছিলাম কি বাবা, তুই একটা বিয়ে করে ফেল। গার্লফ্রেন্ড-ঠ্রেন্ড থাকলে বল আমরা দেখে শুনে... -কি শুরু করলে আম্মু? -আছে নাকি কেউ? -না। -তাহলে চল, কালকে আমরা মিথিলা’দের বাসায় ঘুরে আসি। তোর মামা অনেক দিন ধরে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। -তুমি যাও। আমি অফিস শেষ করে চলে আসব। আর আপাতাত বিয়েশাদী করার ইচ্ছা নেই। -ঠিক আছে বাবা। ভুল করিস না কিন্তু। কিছু না বলে রুমে চলে আসলাম। মিথিলা, আমার মামাতো বোন, একসাথে বড় হয়েছি, যদিও আমার থেকে বছর তিনেকের ছোট। আসল...

গল্প: ফুল শর্য্যায় ছ্যাকা

    গল্প: ফুল শর্য্যায় ছ্যাকা বিয়ের কথা শুনেই মনের মাঝে বসন্তের হাওয়া দোলা দিতে লাগলো অজানা এক সুর কানে বাজতে লাগলো!!!!! ---- বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল জীবনে কখনো প্রেম করেনি ছোট থেকেই একজনকে মনের আসনে ঠাই দিয়েছি সে আমার ছোট বেলার খেলায় সাথী কথা ছোটবেলায় তারসাথে সারাক্ষণ খেলা করতাম ছোটবেলায় ওর প্রতি আমার একটা ভাললাগা জন্ম নেয় সেই ভাললাগা থেকেই ভালবাসা ছোটবেলা তার সাথে বউ জামাই খেলতাম খেলায় সময় ওই সবসময় আমার বউ হতো একদিন তানিয়া আর আমি বউ জামাই খেলাই কথা গিয়ে তানিয়ার সাথে ঝগড়া করে চড় মেরে চলে আসে মেয়েটা তিন দিন এইজন্য কথা বলেনাই তাই তখন থেকেই তাকে বউ ভাবতে শুরু করেছিলাম !!!! ----ও আপনাদের তো আমার পরিচয়টায় দেওয়া হয়নি আমি জিসান আহম্মেদ রাজ সবাই রাজ বলেই ডাকে যাইহোক ছোটবেলা বাবা মা দুজনকেই হায়িরে মার বাসায় বড় হয়েছি সেখান থেকে লেখা পড়া করে একটা মান্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই মামার কোনো ছেলে ছেলো নাই বলে মামাতো বোন কথার সাথে আমার বিয়ে দিয়ে জীবনের শেষ দিনগুলি আমাদের একসাথে দেখে যেতে চান কথা আবার লন্ড়ন থেকে ইন্জিনিয়ারিং করে ফিরেছে যাইহোক অবশেষে বিয়েটা হয়েই গেলো!...

{গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে }

  গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে জে এস সি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম এখন ভাইয়ার কাছে আসলাম কারন স্কুল টা কাছে তাই | তো আজ প্রথম স্কুলে গেলাম ক্লাসে ঢুকবো তখনি দেখি কে যানো আমাকে লেং মেরে ফেলে দিছে তখন থাপ্পর দিতে যাবো তখনি দেখি এটা আর কেও না একটা মেয়ে দেখছি হাসছে আর মেয়ে টাও অপূরুপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর এই সব চিন্তা করে লাভ নাই তো দেখি মেয়েটা বলতেছে- মেয়ে: এই ছেলে চোখে দেখিস না ? আমি অবাক হয়ে গেলাম কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে তখন আমি বল্লাম- আমি: আজব তো আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন ? মেয়ে: এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি ? আমি: না আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে কিছু তো দেখি না | দেখি আমার কথা শুন হাসতেছে পরে বল্লো----> মেয়ে: এই তোর সাহস তো কম না বড়দের সাথে এইভাবে কথা বলস ? আমি: বড় মানে আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেনো? মেয়ে: কি তোর কত্ত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস তুই আমাকে চিনিস আমি কে ? আমি: কেনো আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা...