সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

{গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে }

  গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে জে এস সি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম এখন ভাইয়ার কাছে আসলাম কারন স্কুল টা কাছে তাই | তো আজ প্রথম স্কুলে গেলাম ক্লাসে ঢুকবো তখনি দেখি কে যানো আমাকে লেং মেরে ফেলে দিছে তখন থাপ্পর দিতে যাবো তখনি দেখি এটা আর কেও না একটা মেয়ে দেখছি হাসছে আর মেয়ে টাও অপূরুপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর এই সব চিন্তা করে লাভ নাই তো দেখি মেয়েটা বলতেছে- মেয়ে: এই ছেলে চোখে দেখিস না ? আমি অবাক হয়ে গেলাম কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে তখন আমি বল্লাম- আমি: আজব তো আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন ? মেয়ে: এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি ? আমি: না আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে কিছু তো দেখি না | দেখি আমার কথা শুন হাসতেছে পরে বল্লো----> মেয়ে: এই তোর সাহস তো কম না বড়দের সাথে এইভাবে কথা বলস ? আমি: বড় মানে আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেনো? মেয়ে: কি তোর কত্ত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস তুই আমাকে চিনিস আমি কে ? আমি: কেনো আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা...

গল্প::অবশেষে ম্যামের প্রেমে পড়লাম

   Bangla Love story গল্প:: অবশেষে ম্যামের প্রেমে পড়লা আমি রনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমাদের কলেজের সব স্যারেরা আমাকে ভালো ভাবেই চেনেন। কারনটা হলো আমি কলেজের টপার।লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলায় ও তেমন ভালো।তাছাড়া কলেজের যে কোন অনুষ্ঠানেও আমাকে উপস্থাপনা করার দায়িত্ব দেওয়া হয়।এমনকি আন্ত কেলেজ ক্রিকেট ও ক্যরাটি টুনামেন্টেও আমার জন্যে আমাদের কলেজ চাম্পিয়ন হয়েছে এবার।সব স্যারেরা আমাকে নিয়ে গর্ব করে। আর সারা কলেজের মেয়েরাতো আমার সাথে কথা বলার জন্য পাগল।তবে আমি কারও সাথে মানে মেয়েদের সাথে কথা বলি না। আমি সব বিষয়ে পারদর্শী হলেও একটা বিষয়ে অনেক পিছিয়ে আছি আর তা হলো মেয়েদের কে খুব ভয় পায়। কলেজে কোন মেয়ের সাথে কথা বলিনা যদিও মেয়েরা আমার সাথে কথা বলার জন্য আমার পিছনে পিপড়ার মতো লাইন দিয়ে থাকে সবসময়। ।।আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে নাম মোহনা,আজ আমাদের কলেজেই ইংরেজির টিচার হিসেবে জয়েন করবে।তাকে আজ বরণ করা হবে। সেই জন্য আমাদের কলেজ ক্যাম্পাসে আজ একটা মিলন মেলা বসেছে মানে কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং সার, আমরা সবাই ক্যাম্পাসে অধীর আগ্রহে বসে আছি কখন নতুন ম্যামকে বরন ...

ম্যাডামের মেয়ে যখন বউ

  গল্প: ম্যাডামের মেয়ে যখন বউ --- ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি আমি আর আমার হারামি বন্দু গুলা।খুব মজা করছি এক বন্ধু বললো মামা এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না চল এবার একটা গেম খেলি। আমি- কি গেম মামা? রবি- চল দোস্ত গানের কলি খেলি,, আমি- হুম মামা চল প্রথমে নাজমুল শুরু করলো তারপর রবির পালা রবি শেষ করলো আর আমাকে গান গাইতে হবে(ওও) দিয়ে মাথায় তো কোন গান আসছে নাহ কি যে করি কিছুই মাথায় আসছে না,, কিন্তু একটা গান তো গাইতেই হবে না হলে তো মান সন্মান থাকবে নাহ। আমি শুরু করলাম ও মাইয়া তুই সুন্দররী বান্দরনী তরে নিয়ে যামু কলকাতায়,, ও মাইয়া তরে আমার ভালো লাগছে হবি আমার বউ....... ভাই গান তো শেষ করতে পারলাম না।কিন্তু আমার যে পরিস্তিতি তাতে করে মনে হচ্চে আমি শেষ হয়ে যাবো। বুঝেন নাইই আরে একটা মাইয়া এসে আমার কলার ধরছে,,উফফফ লাগছে তো ছাড়ুন আমায়,,আর আপনি কে আমাকে এই ভাবে ধরেধেন কেনো শুনি উফফফ আম্মু বাচাও তোমার ছোট পিচ্চু ছেলেটাকে এই মাইয়া মনে হয় আজকে মেরেই ফেলবে। রবি- আরে ওকে অই ভাবে ধরেছেন কেনো? ছাড়ুন ওকে.. মেয়েটি- ছাড়বো মানে, এই সব ছেলেদের উচিৎ শাস্তি দেওয়া উচিত। আমি- কি ক...

গল্পঃ জরুরি ভালোবাসার রোমান্টিক গল্প

      গল্প: জরুরি ভালোবাসা রোমান্টিক গল্প - এ্যাও আপনি আমার পাশে কি করছেন?(নিলিমা) চিৎকার করে উঠলো মেয়েটা। - আমাকে জড়িয়ে ধরছেন কেনো আপনি?(নিলিমা) আমি সুযোগ বুঝে ভাবলাম একটু মজা নেই। - আজকে রাতে তুমি শুধুই আমার সুন্দরি।(আমি) একটু ভিলেন এর পার্ট নিলাম। - প্লিজ ছেড়ে দেন আমাকে প্লিজ।(নিলিমা) -আজকে ছাড়াছাড়ি নাই আর বাড়ি থেকে পালানোর সময় মনে ছিলোনা এসব কিছু।(আমি) - বাবা বিয়ে ঠিক করছে আমি কি করবো আমি বিয়ে করবো না তাই পালাইছি।(নিলিমা) আমি ছেড়ে দিয়ে বললাম, - বয়ফ্রেন্ড আছে?(আমি) - না।(নিলিমা) - তাহলে কোথায় যাবেন।(আমি) - কেনো আপনাকে পাইছি না আপনার সাথে যাবো।(নিলিমা) - আমি কিন্তু মানুষ ভালো না যখন তখন কিছু একটা করে ফেলতে পারি।(আমি) - আপনি অনেক ভালো।(নিলিমা) - কিভাবে জানলেন?(আমি) - আপনি এখনো আমাকে কিছু করেন নাই। রাতে খেতে দিছেন আর এখন থাকার ও ব্যাবস্থা করে দিছেন।(নিলিমা) - থাকার ব্যাবস্থাটা খুব ভালো হইছে এক ঘরে দুজন অবিবাহিত ছেলে মেয়ে।(আমি) - আমি ঘুমাবো। আর আপনি যদি আবার উল্টা পাল্টা কিছু করছেন তাহলে আপনার খবর আছে?(নিলিমা) - ওরে বাবা ভয় পাইলাম ...