গল্প: ফুল শয্যায় ছ্যাকা
পর্বঃ ৭
------ সরি আমি জানতামনা ফুলটা নিয়ে আসলে আপনি এমন করবেন!!(আমি)
---- শোন আর ন্যাকামি করবিনা এই বলে ফুলটা পায়ের নিচে ফেলে নষ্ট করে ফেললো!!! (কথা)
----- এদিকে কথার এমন ব্যবহার দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলামনা তাই বারান্দার দিকে রওনা দিলাম!!(আমি)
----- ওই শোন কখনো মনে করবিনা ফুল বা অন্য কিছু এনে আমাকে invole করবি তোর প্রতি মনে রাখিস তোদের মতো এতিমকে করোনা করা যায় ঘর বাধা যায়না!(! কথা)
------- রাতে শুয়ে শুয়ে ভাবছি
যে কথার কাছে নিজেকে এতিম বললে কান্না করতো আজ সেই কথাই এতিম ছাড়া সম্বোধন করেনা!! ডাইয়িটা তে এইসব লিখে রেখে ডাইয়ির মাঝখান থেকে পায়েলটা বের করে পায়েলটা হাতে নিয়ে বলছি তুমি না বলেছিলে সেই শৈশবে যে পায়েলটার সাথে কথা বললে মনে করবে আমার সাথে কথা বলবে কিন্তুু আজ তোমার দেয়া পায়েলটাকে নিয়েই বেচে আছি আর তুমি আমার আকাসের চাদ হয়ে অন্যের হৃদয় আকাশে জোৎসা বিলাচ্ছো কি অপরাধ ছিল তুমি না বলেছিল আমি কখনো নিজেকে এতিম মনে করবো না কিন্তুু আজ তুমিই এতিম বলে সম্বোধন করে বলো না কেনো ও সরি এইটা তো পায়েল তুমি না চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়রো এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম!!!
---------সকালে ঘুম থেকে উঠতেই দেখি ফোনটা কাপছে ফোনটা হাতে নিতেই দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন!! তাই ফোনটা রিসিভ করতেই!!!ফোনের ওপাশ থেকে? একটা মেয়েলি কন্ঠস্বর ভেসে ওঠলো!!!
------হ্যালো রাজ!!!!!
----------- জি কে বলছেন!! (আমি)
--------- আমি অপরিচিতা তোমায় বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!!! (অপরিচিতা)
------- না ম্যাডাম বিরক্ত কেনো হবো হঠাৎ ফোন করলেন কেনো কোনো সমস্যা!! (আমি)
-------- শোনো রাজ মেয়েটা সকাল সকাল জিদ্দি ধরেছে তোমায় সাথে কথা বলবে কি করবো বলো তাই তোমাকে বিরক্ত করলাম!!!( অপরিচিতা)
------- হ্যালো বাবাই তুমি আমায় ভুলে গেছো কাল অফিস থেকে যাওয়ার সময় আমাকে বলে যাওনি!!! (রাইসা)
------ এদিকে রাইসার মুখে বাবাই ডাকটা শুনে কেমন জানি লাগতেছে মনে মনে কি বলবো তাই চুপ করে আছি!! (আমি)
------- বাবাই তুমি তো খুব দুষ্ট তুমি মহারানীর সাথে কথা বলছো না!! যানো না আমার সাথে কথা না বললে তোমার চাকরি থাকবেনা (রাইসা)
-------- ও মামনি সরি আর এমন হবেনা তুমি কি করছো এখন? (আমি)
------বসে আছি আর শুনো যে কারনে ফোন দেয়া অফিসে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে বাবাই এখন রাখি হোমওয়াকক করবো!! (রাইসা)
------ ফোনটা রাখতেই চেয়ে দেখি পিছনে কথা তাই ফোনটা রেখে ফ্রেস হতে চলে গেলাম!!!
------ রুমে আসতেই অবাক হয়ে গেলাম দেখি কথা কাপড় পড়তেছে তাই চোখ দুটি হা দিয়ে বন্ধ করে ফেললাম!!! (আমি)
------ এদিকে চোখটা বন্ধ করতে না করতেই অ্যা অ্যা করে মনে হলো আকাশ থেকে বিদুৎ চমকালো!!!
------ ওই ছোটলোকের বাচ্চা বলেই ঠাস করে থাপ্পর দিয়ে বলতে লাগলো তোকে কতবার বলেছি রুমে আসলে নর্ক করে আসবি এর আগে সব দেখেছিস আবার এখনো না আমার সব শেষ আল্লাহ এই লুচ্চা আমার সব দেখে নিয়েছে!!! (কথা)
------- আপনি ভুল ভাবছেন যা মনে করছেন তার কিছুই দেখেনি!! (আমি)
-------তোদের মতো ছোটলোকদের আমার চেনা আছে মেয়েদের শরীল দেখার শখ!!! (কথা)
-------- আপনি কিন্তু limit cross করতেছেন বললাম তো কিছুই দেখিনি!! (আমি)
---- কি তোর মতো ছোটলোকের কাছে limit শিখতে হবে না আর না তোর সাথে একি ছাদের নিচে থাকা কোনো ভাবেই পসিবল না তোই আমাকে ডিভোর্স দে আমি বাবাকে খবর দিচ্ছি সামনে মাসে আমার জীবন সজিব আসবে!!! (কথা)
----- আচ্ছা আপনি যা বলছেন তাই হবে তবে প্লিজ মামাকে ডিভোর্স এর আগে কিছু বলবেনা না?? (আমি)
------- আচ্ছা তবে আজ থেকে আমার রুমে থাকবিনা পাসের রুমে থাকবি তোম মতো ছোটলোককে বিশ্বাস নাই!! (কথা)
------ মনে মমনে ভাবছি আল্লাহর কাছে কি এমন অপরাধ করছি যার জন্য বিয়ের রাতেও স্বামীর অধিকার থেকে বন্চিত থাকতে হয়!!
------ কি কথা বলছো না কেন!(কথা)!
-----আচ্ছা থাকবো কেমন এখন আসি তাহলে এই বলে চোখটা মুছে পিছন দিকে তাকাতেই দেখি পাখি দরজায়!!! পাখি তুমি কখন আসলে আর আমার বাসা কিভাবে চিনলে!!!? (আমি)
------না আমি তোমার বাসাটা আগে থেকেই চিনি আর তোমার পাশের যে বাসাটা আছে ওইটা আমি কিনে নিয়েছি তাই অফিস যাচ্ছি তোমাকে সাথে নিয়েই যাই? (পাখি)
------ আচ্ছা চলো তাহলে!! (আমি)
-------- হুম চলো!! (পাখি)
------- আচ্ছা রাজ একটা কথা বলবো??( পাখি)
------ হুম বলো কি বলবে এমন?? (আমি)
------ যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে আজ সেই মেয়েটা তোমাকে এতিম বলে ডিভোর্স চাচ্ছে!! (পাখি)
----- পাখি আমি জানিনা তুমি কি দেখছো না কি শুনছো তবে যাই দেখে বা শুনে থাকো তা কাউকে প্লিজ বলোনা!! (আমি)
-------- তাই বলে আচ্ছা ঠিকআছে কেউ জানবেনা!! (পাখি)
------- এদিকে অফিসে আসতেই দেখি রাইসা চেয়ারে বসে আছে!!!
------ বাবাই বাবাই তুমি লেট করে আসলে কেন আর আমার আইসক্রিম কই!!না নিয়ে আসলে তোমার সাথে কথা নেই!! (রাইসা)
----- মহারানী ভিক্টোরিয়া এই যে নাও তোমার আইসক্রিম!! (আমি)
------ রাজ তোমার সাথে কিছু কথা আছে!!( অপরিচিতা)
----- জি ম্যাডাম বলেন!! (আমি)
------ মা রাইসা তুমি তোমার পাখি আন্টির সাথে খেলো কেমন!! শোন রাজ আমি জানি তুমি বিরক্ত বোধ করতেছে আমার মেয়েটা তোমাকে সারাক্ষণ জ্বালায় তোমাকে বাবাই ডাকে কি বলবো বলো জীবনে তার বাবাকে দেখেনি তো তাই জানো আমার মেয়েটা কারো সাথেই তেমন কথা বলতো না কিন্তু অফিসে তোমাকে দেখায় পর মেয়েটা কথা বলতে শিখেছে মেয়েটা হাসতে শিখেছে আর আমার মেয়ের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি!!( অপরিচিতা)
----- না ম্যাডাম কি বলছেন আপনি এইসব!!! আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো?( আমি)
------- হুম বলো!! (অপরিচিতা)
------- ম্যাডাম রািসার বাবার কি হয়েছে বলবেন একটু!!! (আমি)
---- আচ্ছা শোনো তাহলে আমার আর রিয়াদ এর বিয়েটা হয় arrange marriage খুব ভালোই চলছিলো দিনগুলো এরই মাঝে আমাদের ঘরে নতুন মেহমানের আবির্ভাব ঘটে মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমাদের দোয়ারে এসে কাড়া নাড়ছিল কিন্তুু সুখ যে চিরস্হায়ী নয় যেদিন রাইসা পৃথিবীতে আসবে সেদিন রিয়াদ আমেরিকা থেকে ব্যবসা সক্রান্ত একটা কাজ সেষ করে বাড়ি ফিরছিল কিন্তুুু ভাগ্যের কি নির্মম পরিহাস ৯৭২ জন যাএী সহ বিমানটা নিখোজ হয়ে যায় জানো রিয়াদের মুখটা পর্যন্ত দেখতে পারিনি আম মেয়েটা তার জন্মদিনে তার সবচেয়ে বড় আপনজন হারায় !এসব বলতে গিয়ে ম্যাড্যাম কেদে ফেললো!!
------- সরি ম্যাডাম আপনার কাছে আমার জানতে চাওয়াটা ঠিক হয়নি!! (আমি)
----- না রাজ সেইটা আমার ভাগ্যে ছিলো জানো রাজ তুমি ও অনেক বড় মনের মানুষ তুমি যে সেদিন একটা ফুল ওয়ালা মেয়েকে বোনের মর্যাদা দিলে সত্যি বলার মতো কিছু নেই!! (অপরিচিতা)
------ না ম্যাডাম তেমন কিছু না
আচ্ছা এইতো রাইসা মামনি তুমি কোথায় থেকে আসলা! "(আমি)
-------- জি বাবাই আমি লুকোচুরি খেলছি অফিসের সবার সাথে এই বলে দৌড়ে কুলে আসার জন্য আসতেই পড়ে গেলো মাথা ঘুড়িয়ে রাইসা!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন