গল্পঃ জরুরি ভালোবাসা
পর্ব ৪ শেষ
রাতে খাওয়া দাওয়ার পর আব্বা আমাকে ডাকলো,
রুমে গিয়ে দেখি সবাই বসে আছে,
- কি হইছে ডাকছো কোনো?(আমি)
- তুই এইটা কেমনে করলি?(আব্বু)
- কি করলাম আমি?(আমি)
- কি করস নাই তাই বল নিজের হবু বউকে নিয়া পালাইছোস তুই?(আব্বু)
- আব্বা হবু বউ মানে কি আরে ওকে তো আমি চিনিনা?(আমি)
- হবু বউ মানে বুঝোনা তুমি। ওর সাথেই তো তোমার বিয়ে ঠিক করছি।(আব্বা)
আমি নিলিমার দিকে তাকিয়ে দেখি হাসতাছে।
আমি দুই সেকেন্ড পর অজ্ঞান হয়ে পড়ে গেলাম।
জ্ঞান ফিরার পর দেখি আমি আমার রুমে আর নিলিমা আমার পাশে বসে আছে।
আমি উঠে বসলাম।
ঘরির দিকে তাকিয়ে দেখি ১.১৩ ।
এতো রাতেও মেয়েটা না ঘুমিয়ে আমার পাশে জেগে আছে।
- জ্ঞান ফিরছে আপনার?(নিলিমা)
- জ্বি ফিরছে ।(আমি)
- একটা কথা বলবেন?(আমি)
- কি কথা?(নিলিমা)
- আপনিও কি এইসব জানতেন যে আমার সাথে আপনার বিয়ে ঠিক?(আমি)
- ইয়ে মানে হুমম।(নিলিমা)
- তাহলে আমাকে বলেন নাই কেনো?(আমি)
- বললে কি করতেন?(নিলিমা)
- পালাইতাম?(আমি)
- তার মানে আপনি আমাকে ভালোবাসেন না তাইতো?(নিলিমা)
- আরে আমি কি তাই বলছি আমি বলছি আপনি আর আমি দুজনে পালিয়ে বিয়ে করতাম।(আমি)
- হইছে বুঝছি আপনার সাহস।আপনি যেই ভিতু?(নিলিমা)
- কি আমি ভিতু?(আমি)
- তা নয়তো কি?(নিলিমা)
- সাহসের পরিচয় দেয়া লাগবো?(আমি)
- হুমমম(নিলিমা)
- কি করতে হবে তাই বলেন?(আমি)
- একেবারো জড়িয়ে ধরলো না।আসছে আমার সাহসি।(নিলিমা)
আমি নিলিমাকে জড়িয়ে ধরলাম।
- এইবার হইছে?(আমি)
- হুমম।(নিলিমা)
নিলিমা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে।
হঠাৎ বললো,
-তুমি এতো বোকা কেনো?(নিলিমা)
- কোথায় আমি বোকা?(আমি)
- তুমি ভাবলা কি করে যে একটা মেয়ে কিভাবে অচেনা একটা ছেলের সাথে এক বিছানায় ঘুমায়।(নিলিমা)
- আমি ভাবছিলাম সত্তি তুমি বাড়ি থেকে পালাইছো?(আমি)
- শোনো আমি যে তোমার সাথে আসবো এইটা আমার বাবা তোমার বাবা মা সবাই জানতো শুধু তুমি ছাড়া।(নিলিমা)
- তার মানে কি সব নাটক ছিলো।(আমি)
- হুমম।
হায় আল্লাহ সবাই মিলে এইটা কি করলো আমার সাথে।
সে যাই হোক সুন্দরি একটা বউ তো পাইলাম।
পরের দিন সকালে উঠে দেখি বাড়ি সাজানো হচ্ছে আব্বা বললো আজকেই তোমাদের বিয়ে।
সারাদিন অনেক ঝামেলারপর বিয়েটা ঠিকঠাক ভাবেই হয়েগেলো।
ও বাড়ি থেকে লোক আসছিলো শুধু।
উল্টা বিয়ে সবার বিয়েতে বরপক্ষ যায় মেয়ের বাড়ি আর আমাদের বেলায় কনেপক্ষ আসছে।
সে যাই হোক,
অনেক ধাক্কাধাক্কির পর বাসর ঘরে ঢুকলাম।
নিলিমা এসে আমাকে সালাম করে আবার বিছানায় গিয়ে বসলো।
আমি ওর কাছে যেতেই,
- খবরদার আমাকে টাচ করবেন না।(নিলিমা)
- কেনো?(আমি)
- কেনো মানে কি করবেন না মানে করবেন না আপনি সোফায় ঘুমাবেন আর আমি বিছানায়।(নিলিমা)
- কিন্তু কেনো?(আমি)
- যা বলছি তাই হবে এতো কেনোর উত্তর দিতে পারবো না।(নিলিমা)
কি আর করবো সোফায় গিয়ে বসলাম। নাহ কিছু একটা করা লাগবো বাসর রাত তো এমনি এমনি কাটাই দিলে হবেনা।
মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো।
আমি একটা বালিশ নিয়ে বাইরে যেতে লাগলাম।
- ওই কই যাইতাছেন।(নিলিমা)
- আর বইলেন না তেলাপোকা খুব বিরক্ত করতাছে?(আমি)
- তে তে তেলাপোকা কোথায়?(নিলিমা)
ভয়ে ভয়ে।
- ওইতো বিছানায় থাকে সোফায় থাকে।(আমি)
- বি বি বিছানায় ও আছে।(নিলিমা)
- হুমম ওইযে একটা।(আমি)
ও কোনোদিকে না তাকিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো।
- কি করছেন ছাড়েন আমি সোফায় ঘুমিয়ে যাবো।(আমি)
- সরি।(নিলিমা)
- আপনি এই তেলাপোকা ভরা বিছানায় ঘুমান আমি গেলাম।(আমি)
- আরে সরি বললাম তো। আমাকে কি করতে হবে বলেন?(নিলিমা)
- এইযে এইভাবে সারা রাত জড়িয়ে ধরে থাকলেই হবে?(আমি)
তারপর আর কি বাকিটা ইতিহাসের পাতায় লিখা আছে চাইলে পড়ে নিতে পারেন।
-------সমাপ্ত------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন