সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গল্প:- পাত্র বদল

         গল্প:- পাত্র  বদল       একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। এই ভুল কোনদিন শুধরাতে পারবে না মিতু। এই জন্য সে ফুলশয্যার রাতে বিছানায় বসে হাউমাউ করে কাঁদছে। তার কাঁদার কারণ হলো তার পাত্র বদল হয়েছে।যে আজ বর সেজে গাড়ি করে তাকে তোলে আনতে গিয়েছিল সে আসলে তার বর নয়।বরের জমজ ভাই।মিতু প্রথম প্রথম একটুও বুঝতে পারেনি।দু ভাই ঠিক একই রকম দেখতে।স্বাস্থ চেহারা কোন কিছুতেই তাদের ফারাক করা দায়। কিন্তু একটা জায়গায় বিরাট বড় ফারাক! তার জন্য বর সেজে যে গিয়েছিল সে সুন্দর করে কথা বলতে পারে।আর এখন যে তার বাসর ঘরে এসেছে সে একটুও কথা বলতে পারে না।বোবা। বোবা ছেলের কাছে মিতুর বাবা বিয়ে দিবে না কিংবা মিতুও এই বর পছন্দ করবে না এই জন্যই একটা মিথ্যে নাটক সাজিয়ে তাকে বউ করে আনা হয়েছে এ বাড়িতে। মিতুর কান্না শুনে তার শাশুড়ি ইয়াসমিন বেগম এলেন ঘরে। এসে বললেন,'কাঁদো কেনো বউমা? মিতু কাঁদতে কাঁদতেই বললো,'আপনারা এটা কীভাবে করতে পারলেন? আমার সর্বনাশ কেন করলেন আপনারা সবাই মিলে? ইয়াসমিন বেগম মিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন,'যা হয়ে গেছে...

গল্প:- ভুল সবই ভুল

  Bangla Love story গল্প:- ভুল সবই  ভুল একদিন রাতে অফিস থেকে ফেরার পর বাসায় এসে দেখি তুমোল চিৎকার- চেঁচামেচি। এমন তো হওয়ার কথা না!দ্রুত হেঁটে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা।ভেতরে ঢুকেই অবাক হলাম। আমার স্ত্রী মিতু ফ্লোরের উপর পা ছড়িয়ে বসে আছে।তার কপালের এক পাশ কেটে দরদর করে রক্ত নামছে।আর তার পাশে একটা গোছানো ব্যাগ।ব্যাগের কাছে ফ্লোরের উপর শুয়েই আমার দের বছরের ছেলেটা গড়াগড়ি করে গলা ছেড়ে কাঁদছে।মিতুও কাঁদছে ছেলেও কাঁদছে।পাশে ব্যাগ।ব্যাপার কী? কপাল কাঁটলো কীভাবে? আমার কাঁধে ঝুলানো ব্যাগটা এক ঢিলে দূরে ছুঁড়ে ফেলে আমি গেলাম মিতুর কাছে।ওর কপালে ছুঁতে চাইতেই ও দূরে সরে যেতে যেতে বললো,'সাবধান!আমায় তুমি টাচ্ করবা না বললাম!' আমি অবাক হয়ে বললাম,'কী হয়েছে তোমার? কপাল কাটলো কীভাবে মিতু গলা ছেড়ে বললো,'তোমার কাছে এটা বললে তুমি বিশ্বাস করবা কোনদিন?করবা না। উল্টো আমারেই দোষবা।' বলে আবার কাঁদতে লাগলো মিতু। আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার কী যে মায়া লাগলো! শীতের দিন।ঠান্ডায় ফ্লোরের উপর এভাবে পড়ে থেকে গড়াগড়ি করে কাঁদছে ছেলেটা!দ্রুত ছেলেটাকে কোলে নিতে চা...