গল্প::অবশেষে ম্যামের প্রেমে পড়লাম
পর্ব:: ৪ [শেষ]
ম্যামের বাসায় গিয়ে পড়লাম মহা বিপদে
ম্যামের এক কথা সারাক্ষন বই পড়তে হবে আর
আমার সাথে করে কলেজে যাওয়া আশা করতে
হবে।আমি বললাম আপনার সাথে কলেজে
গেলে আমার বন্ধুরা কি মনে করবে বলেনতো।
আর বিশেষ করে আপনার বাবা মানে আমাদের
প্রিন্সিপাল সার কি মনে করবেন।
ম্যাম::বাবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে
না।বাবার কথায় তোমাকে আমাদের বাসায়
এনেছি।
আমি::মানে?
ম্যাম::মানে খুব সোজা।বাবা তোমার আর
আমার বিষয়ে সব জানে।
আমি::কি বলছেন এসব?
ম্যাম::যেদিন তোমার বন্ধুদের বলেছিলাম
তোমাকে না নিয়ে আসলে আমি প্রায়ভেট
পড়াবো না।সেদিন বাবা আমার সব কথাগুলো
শুনে ফেলে।
আমি::তারপর?
ম্যাম::তারপর বাবা আমাকে বলেছিল
রনিকে তুমি কি পড়াবে মা ওতো
ইংরেজিতে জিনিয়াস।তখন আমি বাবাকে
বলেছিলাম আমি রনিকে ভালোবেসে
ফেলেছি প্রথম দেখায়।আর বাবাও মেনে
নিয়েছেন কারন ছেলে হিসেবে তুমি অনেক
ভালো।
তারপর আমরা যে শিক্ষা সফরে গেলাম
সেটাও আমার বাবার প্লান মোতাবেক।বাবা
চেয়েছিল তোমাকে নিয়ে আমি একটু বাহিরে
কোথাও ঘুরে আসি কিন্তু সেটা সম্ভব হতো না
কারন তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার
ম্যাম।তোমার সাথে আমার ঘুরতে যাওয়া কেউ
মেনে নিত না।তাই বাবা কলেজের সবাইকে
নিয়ে শিক্ষা সফরের আয়োজন করলেন।যাতে
তুমি আমি একসাথে ঘুরতে পারি। শিক্ষাসফরে
এসে তোমার সাথে ঘোরাঘুরি করলে কেউ
কিছু মনে করত না।কিন্তু দেখো আমার কি
কপাল তুমার সাথে শিক্ষাসফরে ভালোভাবে
সময়টা কাটাতে পারলাম না।
আমি::তাহলে সবকিছুই আপনার আর আপনার
বাবার প্লান।
ম্যাম::হ্যা।
আমি::তাহলে সেদিন রাতে আমার সাথে
আপনি যেটা করেছেন সেটাও কি আপনার
বাবার প্লানের অংশ?
ম্যাম::এরকম কিছুই বাবা আমাকে বলেনি।তবে
আমি সফর থেকে এসে সবকিছু বাবাকে বলে
দিয়েছে।
আমি::আপনার মুখে কি কিছুই আটকায়না।
ম্যাম::যদি এইকথাটা বাবাকে না বলতাম
তাহলে তোমাকে কি চিরদিনের জন্য আমার
করে পেতাম?
আমি::চিরদিনের জন্য মানে?
ম্যাম::মানে আমার বাবা এখন তোমাদের
বাসায় আমার আর তোমার বিয়ের কথা বলতে
গেছে।আর আমার বিশ্বাস তোমার মা
আমাদের বিয়েতে রাজী হবেন।
আমি::কিন্তু ম্যাম আমার মা রাজী হলেও
আমি এই বিয়েতে রাজী নয়।মানে এখন বিয়ে
করতে পারব না।
ম্যাম::কেন কি সমস্যা আমাকে বিয়ে করতে।
আমি কি দেখতে খারাপ?
আমি::আমি সেটা বলিনি।আসলে আমি নিজের
পায়ে না দাড়ানো পর্যন্ত কোন সম্পর্কের
বাধনে জড়াতে চায় না।
ম্যাম::তুমার কোন কথা আমি শুনতে চায় না।
আমি আজই তোমাকে বিয়ে করতে চায়।কারন
তুমাকে ছাড়া আমি এই তিন দিন কিছু ভাবতেই
পারিনি কেননা আমার সবকিছু অনেক আগেই
তুমাকে দিয়েদিয়েছি।
আমি::আপনি যা বলবেন তা আমি শুনতে বাধ্য
নয়।কেননা ওই রাতের ঘটনাটা একটা দূর্ঘটনা
ছাড়া আর কিছুই না।
।তারপর আমাদের দুজনের মধ্যে কথা
কাটাকাটির এক পর্যায়ে ম্যাম আমাকে জোর
করে তার রুমে নিয়ে যা করল তা বলে বুঝাতে
পারব না। আমি কখনো কল্পনায় করিনি ম্যাম
এমন কাজ করতে পরে তাও আমার সাথে।সে
এক বিরাট ইতিহাস।নায় বা লিখলাম সেই
ইতিহাস।কিছু ইতিহাস অজানা থাকায় ভালো।
।।কিছুক্ষন পর ম্যামের বাবা আর আমার মা
একসাথে আসল। এসে যা বলল তাতে ম্যাম খুব
খুশি।
মা::রনি মোহনার সাথে আজ এইমাত্র
তোমার বিয়ে।
আমি::বিয়ে মানে সামনে আমার পরীক্ষা
তার কি হবে?
ম্যাম::হবে হবে সব হবে বিয়েও হবে আবার
পরীক্ষা ও হবে।
মা::কোন কথা শুনতে চায় না। এই নাও তোমার
বিয়েরপোশাক তাড়াতাড়ি পরে রেডি হয়ে
আসো।
তারপর মা আর ম্যাম অন্যরুমে চলে গেল শুধু
স্যার আমার সাথে কিছু কথা বলবে বলে
থেকে গেলেন।
স্যার::দেখ রনি আমার মেয়েটা খুব জেদি।
ওর কোন ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি।যানি
তোমার কাছে এই বিয়েটা করতে কেমন
লাগছে।আমি জানি কোন ছেলে তার
কলেজের ম্যাম এর সাথে কোনদিন বিয়ে
করতে চায়বেনা।তারপরেও ও যখন বলেছিল যে
তোমাকে ও ভালোবাসে। আমি ও খুব অবাক
হয়েছিলাম তারপরে আমার মেয়ের কথা
ভেবেই তোমাকে আমি মেনে নি কারন ছেলে
হিসেবেতো তুমি বরাবরই ভালো।দেখ রনি
আমার মেয়েটা কেমন তাতো তুমি ভালোই
জানো।ও তোমাকে অনেক ভালোবাসে।ওকে
তুমি কখনো কষ্ট দিওনা।
।এই বলে স্যার চলে গেলেন আর আমি বর
সেজে বিয়ে করার জন্য তৈরি হতে লাগলাম।
আসলে মোহনা ম্যাম কে ভালোবাসতে
চাইতামনা শুধু প্রিন্সিপাল সারের জন্য।কারন
উনি আমাকে খুব ভালোবাসতেন।আর আমি যদি
উনার মেয়ের সাথে প্রেম করতাম তাহলে উনি
শুনলে আমাকে খারাপ ছেলে ভাবত।
এখন উনিই বিয়ে করার জন্য বলে গেলেন তো
আর কি করার আমিও বিয়েটা করে নিলাম।
আজ আমার বাসর রাত। ম্যামকে বিয়ে করে
কেমন একটা ভালো লাগা কাজ করছে মনের
ভিতর।আবার ভয়ও করছে কারন যে মেয়ে
বিয়ের আগে আমার সাথে দুইবার ইয়ে করেছে
মানে ইতিহাস তৈরি করেছে।আর আজ তো
আমরা স্বামী-স্ত্রী তো আজ না জানি কি
ইতিহাস তৈরি করবে। এসব কথা ভাবতে ভাবতে
বাসর রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি অবাক
কেননা ম্যামকে আজ এত সুন্দর লাগছে আমি
তো পুরায় টাস্কি খেয়ে গেলাম।
তারপর আর কি বাসর ঘরের ইতিহাসতো সবারই
জানা নতুন করে আমি আর লিখতে চাচ্ছি না।
আপনারা বুঝে নিয়েন।
তবে হ্যা অবশেষে একটা কথায় শুধু বলব
অবশেষে ম্যামের প্রেমেই পড়লাম।
-----------সমাপ্ত--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন