সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গল্প::অবশেষে ম্যামের প্রেমে পড়লাম পর্ব::৩


গল্প::অবশেষে ম্যামের প্রেমে পড়লাম
পর্ব::৩


তারপর দরজা বন্ধ করে দিল।আমি খুব ভয় পেয়ে
গেলাম।তারপর ম্যাম আমাকে ধাক্কা দিয়ে বিছানায়
ফেলে দিল।

আমি::ম্যাম কি করছেন? প্লিজ ছাড়েন।
ম্যাম::না ছাড়লে কি করবে আবার মারবে?তাহলে
মারো আমাকে। আমি কিছু বলব না।তারপরেও আমি
আজরাতে তোমাকে আমার করে পেতে চায়।
আমি::আসলে আমি আপনাকে কখনো ওই নজরে
দেখি নাই।

ম্যাম::তাহলে আজ দেখো এই বলে তার
শরীরের কাপড় খুলে আমার দিকে ছুড়ে দিলো।
এবং আমাকে তার বুকের ভিতরে শক্ত করে জড়িয়ে
রাখল।
আমি কি করব বা আমার এখন কি করা উচিত কিছুই বুঝতে
পারছিনা।এমন ঘটনা ঘটার পর কোন ছেলে নিজেকে
কনট্রোল করতে পারবে কিনা তা আমার জানা নায়।
তবে এখন

বুঝতে পারছি নিজেকে কোন ভাবেই কনট্রোল
করতে পারছি না আমি।আস্তে আস্তে আমিও মোহনা
ম্যাম এর ডাকে সাড়া দিয়ে দুজন দুজনার মাঝে হারিয়ে
গেলাম।সকালে ঘুম থেকে উঠলাম ম্যাম এর ডাকে
ম্যাম::রনি তাড়াতাড়ি উঠ।
আমি::ম্যাম আপনি এত সকালে আমার রুমে কি
করছেন?(((রাতের ঘটনাটা সেইমুহুর্তে আমার মনে
নেই)))))
ম্যাম::থাক আর না জানার ভান করতে হবে না।তাড়াতাড়ি
উঠে রেডি হয়ে নাও একটু পরে আমাদের বাসার
উদ্দেশ্যে রওনা দিতে হবে।আর হ্যা তোমাকে
অনেক ধন্যবাদ কাল রাতটা আমাকে উপহার দেওয়ার
জন্য।এই বলে ম্যাম চলে গেলো।
।।

তারপর আস্তে আস্তে গতরাতের সব ঘটনা আমার
মনে পড়ে গেলো।না চাইতেও এত বড় একটা ভুল
কি করে করলাম কিছুই বুঝতে পারছিনা।তারপর ফ্রেশ
হয়ে তাড়াতাড়ি ওখান থেকে সকালের নাস্তা সেরে
রওনা দিলাম বাসার পথে।আসার সময়ও মোহনা ম্যাম আমি
যে বাসে সেই বাসের সবার দায়িত্ব নিয়ে আমার

পাসে বসলেন।গাড়ি তার আপন গতীতে চলতে শুরু
করেছে। আসার সময় ম্যাম আমার সাথে কোন কথা
বলছিল না তবে আমার শরীরের সাথে শরীর
মিশিয়ে দিয়ে আমার কাধে মাথা দিয়ে ঘুমিয়ে
পড়েছে।আমি উনার দিকে তাকিয়ে দেখলাম
সেইরকম সুন্দর লাগছিল উনাকে। মনে হচ্ছে আকাশ
থেকে কোন পরী মাটিতে নেমে
এসেছেন।তারপর ভাবলাম আমার জন্যে ম্যাম এর
জীবনটা নষ্ট হোক এটা আমি চায় না। কেননা আমরা
মধ্যবৃত্ত শ্রেণীর মানুষ।আর ম্যাম বড় লোক বাবার
একমাত্র মেয়ে।নিশ্চয় কোন বড়লোক বাবা
চাইবেনা যে তার মেয়ে একজন মধ্যবৃত্ত
শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করুক।

ম্যামের জীবন থেকে আমাকে অন্য কোথাও
চলে যেতে হবে।তারপর আমার ঘাড় থেকে
ম্যামের মাথাটা সরিয়ে দিলাম।কখন যে সময়টা পার হয়ে
গেলো কিছুই বুছতে পারিনি।আমরা সবাই রাত নয়টার
মধ্যেই কলেজ ক্যাম্পাসে পৌছে গেলাম।ম্যাম
এখনো ঘুমিয়ে আছে।উনাকে ডাকতে গিয়েও
পারলাম না।কাল রাতের ওই ঘটনার পর থেকে ম্যামের

সাথে আমি লজ্জায় কোন কথা বলতে পারছি না।আমি
আমার মতো চলে আসলাম।অবশ্য সব মেয়েদের
বাড়ি থেকে তাদের রিসীভ করার জন্য কেউ না
কেউ এসেছেন।ম্যামের জন্যেও তার বাবা গাড়ী
পাঠিয়ে দিয়েছেন।
।।
তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাওয়া শেষ
করে ঘুমিয়ে পড়লাম।সকালে মায়ের ডাকে ঘুম
ভাঙলো আমার।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
একটু মর্নিং ওয়ার্ক করতে বের হোলাম তারপর বাসায়
এসে কলেজে না গিয়ে আমার রুমে বই নিয়ে
পড়ছিলাম এমন সময় মা এসে বলল
মা:::কিরে কলেজে যাবি না আজ?
আমি::আজ শরীরটা কেমন করছে তাই যাব না
আজকে।

মা::সামনে মাত্র কয়দিন পর তোর ফাইনাল ইয়ারের
টেস্ট পরীক্ষা এখন কলেজ মিস করা যাবে না
তো।
আমি::মা আমি সিদ্ধান্ত নিয়েছি এই কয়দিন আমি বাড়ি
থেকেই ভালো করে প্রস্তুতি নিব কলেজে যাব
না।
মা::কেন কিছু হয়েছে তোর।
আমি::না মা। আসলে আমি এই কয়দিন খুব
মনোযোগে পড়তে চায়।
মা::তুই যা ভালো মনে করিস তাই কর।তোর কোন
সমস্যা হলে আমাকে বলতে পারিস কিন্তু।
আমি::আমার কিছু হয়নি মা।আমি একদম ঠিক আছি।তুমি
আমাকে নিয়ে ভেবোনাতো।

মা চলে গেলো তার রুমে।আমি আমার রুমে শুয়ে
ভাবছি কি করে আমি ম্যামের সামনে থেকে দুরে
দুরে থাকব।কলেজ পাল্টাবো এমন অবস্থা এখন আর
নেই।ভাবছি এখন থেকে আর কলেজেই যাব না।শুধু
পরীক্ষাগুলোয় অংশ গ্রহন করব। এভাবে দুইদিন
কলেজে যায়নি। আমার ফোনটা এই দুইদিন হয়ে
গেলো বন্ধ করে রেখেছিলাম।আজ অন করে
দেখি মোহনা ম্যামের নাম্বার থেকে প্রায় একশর
মতো কল এসেছে আর অনেক গুলো এস এম
এস((((মিস কল এলাট চালু ছিল তাই দেখতে পাচ্ছি)))আমি
আমার এক বন্ধুর কাছে ফোন করে কলেজের
খবর নিলাম।

ও বলল স্যারেরা তোকে নিয়ে খুব চিন্তিত।তুই
তো কখনো কলেজ মিছ করিসনা আর সামনে তো
পরীক্ষা স্যারেরা তোকে নিয়ে খুব আশাকরে
বুজলি।আর মোহনা ম্যামতো তোকে ফোনে না
পেয়ে আমার কাছ থেকে তোর বাসার ঠিকানা
নিয়েছে আজ।আমি বললাম আমার ঠিকানা দিয়েছিস
কেন।আমি কি দিতে বলছি তোকে।আর কিছু না
বলে ফোন কেটে দিলাম।ফোন কাটতেই
মোহনা ম্যামের ফোন
।।

আমি::কিছু বলছি না.
ম্যাম::হ্যালো রনি আমি তোমার বাসার সামনে
দাড়িয়ে আছি তুমি বাহিরে আসো।
আমি::কি বললেন আপনি আমার বাসার সামনে মানে।
ম্যাম::মানে মানে না করে তাড়াতাড়ি বাহিরে আসো।
আমি::ম্যাম আমিতো বাসায় না।
ম্যাম::তুমি আসবে নাকি আমি সোজা তোমার রুমে
চলে আসব।

আমি::আরে না না আপনি দাড়ান আমি আসছি।
তারপর বাহিরে আসলেই ম্যাম আমাকে দেখে
জড়িয়ে ধরেছেন আর কাদছেন।
আমি::একি করছেন ম্যাম এটা আমার বাসা।আর আম্মু বাসায়
আছে দেখে ফেলবে।ছাড়ুন প্লিজ।
ম্যাম::ছাড়বোনা তার আগে বলো আমাকে এই দুই
দিন এত কষ্ট দিলে কেন।

আমি::আপনি যা ভাবছেন তা কখনো হবে না।
ম্যাম::কেন হবে না আমার কি অপরাধ।আমি শিক্ষক
হয়ে তোমাকে ভালোবেসেছি এটা আমার
অপরাধ।যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে আমি
অপরাধী। তারজন্যে আমি এই শিক্ষকের চাকরীটা
ছেড়ে দিতেও রাজী আছি।তারপরেও আমি
তোমাকে চায়।
আমি::ওসব কিছু করতে হবে না আপনাকে, আরও কিছু
বলতে যাব ঠিক তখনি দেখলাম উপর থেকে আমার মা
আমাদের দিকে তাকিয়ে সব দেখছে আমি খুব
লজ্জা পেলাম,তারপর ম্যামকে নিয়ে বাসার ভিতরে
প্রবেশ করলাম এবং আমার মায়ের সাথে পরিচয় করে
দিলাম

আমি::মা ইনি আমার কলেজের ম্যাম এই দুদিন
কলেজে যায়নিতো তায় আমার খোজ নিতে
আসছে, আর ম্যাম ইনি আমার মা।
মা::((( কেমন খোজ নিতে আসছে তাতো নিজের
চোখে দেখলাম একটু আগে))) মনে মনে বলল
কথাগুলো আমার মা।

ম্যাম::কেমন আছেন আন্টি?
মা::ভালো আছি তুমি কেমন আছো মা?
ম্যাম::জি আন্টি আমি এতখন ভালো ছিলাম না তবে
আপনাকে দেখার পর থেকেই ভালো আছি।
মা::তোমরা বসে গল্প কর আমি তোমাদের জন্য
কিছু খাবারের ব্যাবস্থা করি।
ম্যাম::না আন্টি আজ কিছু খাবো না।
মা::তা কি করে হয় তুমি এই প্রথম আমাদের বাসায়
আসলে খালি মুখে গেলে হয় বলো।
ম্যাম:: অন্যদিন এসে আপনার হাতের রান্না অবশ্যই
খেয়ে যাবো।

মা::আমার ছেলেটার পড়ালেখার খবর কেমন মা।
ম্যাম::আজ দুদিন ও কলেজে যায় নায় আর কিছুদিন
ধরে লক্ষ্য করছি আপনার ছেলে ইংরেজি পারছেনা।
আমি::ম্যাম কি বলছেন এসব?
ম্যাম::যা সত্যি তাই বলছি।
মা:: কি বলো মা ওতো ইংরেজিতে বরাবর ভালো।
তবে তুমি যখন বলছ তাহলে তুমি তো ইংরেজি ক্লাস
নাও তুমি যদি ওকে একটু ইংরেজী প্রায়ভেট পড়াতে
তাহলে ভালো হতো।
ম্যাম:: আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে
রনিকে আমি ওর ফায়নাল পরীক্ষা পর্যন্ত
আমাদের বাড়িতে আমার সাথে সাথে রাখতে চায়
যাতে সবসময় ওকে পড়াতে পারি তাতে ওর অনেক
ভালো হবে।

মা::আচ্ছা মা ও কাল থেকে তোমাদের বাসায়
থাকবে।
আমি::মা আমি ম্যামের বাসায় থাকব মানে........
মা::আমি যা বলেছি তাই হবে।
ম্যাম::আমি তাহলে আসি আন্টি।
মা::আমার ছেলেটার দিকে একটু ভালো করে
খেয়াল রাখিস মা।
ম্যাম::আন্টি আপনি ওনিয়ে কোন চিন্তা করবে না।
তারপর ম্যাম চলে গেলো।
আমি::মা এটা কি হলো আমি ম্যামের বাসায় যাবো
কেনো?

মা::আমি কিন্তু সব দেখেছি।
আমি::মানে?
মা::মানে মেয়েটা তোকে অনেক ভালোবাসে।
আর তোর সাথে ওকে মানাবে ভালো।
আমি::তারপর সাব ঘটনা আমার মাকে খুলে বললাম।
মা::দেখ রনি মেয়েটা তোকে অনেক
ভালোবাসে তুই ওকে কষ্ট দিসনা।আমি চায় তুই
ওকেই আমার বৌমা করবি এই বলে মা চলে গেলো।
তারপর মায়ের কথামতো পরের দিন সকাল বেলা আমি
আমার বই পত্র জামা কাপড় সব গুছিয়ে নিয়ে ম্যামের
বাসার উদ্দেশ্যে রওনা হোলাম।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্প: ১০ দিনের বউ

গল্প: ১০ দিনের বউ সকালে দরজায় পত্রিকাওয়ালার ডাক শুনে ঘুম ভাঙলো.... ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকালাম.... ৯:২৫ বাজে... OMG........সাড়ে ন'টা বেজে গেছে... তাড়াতাড়ি শরীরের উপর থেকে কাঁথাটা একপাশে ছুড়ে ফেলে দিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম.... যত তাড়াতাড়ি সম্ভব দাঁতে ব্রাশ ঘষাতে লাগলাম... চোখে মুখে জল দিলাম... অতঃপর ফ্রেস টেস হয়ে রুমে এলাম... একদিকে শার্ট প্যান্ট পড়ে রেডি হচ্ছি.. একইসাথে অন্যদিকে মুখে পাউরুটি ঢুকাচ্ছি... ভালো করে খাওয়ারও সময় নেই.. উফফ অনেক দেরি হয়ে গেছে... শেষে তাড়াতাড়ি মুখের পাউরুটিটা গিলে টাই টা হাতে নিয়েই তাড়াতাড়ি দরজা লক করে বেরিয়ে পড়লাম.. দ্রুত হাটা ধরলাম... ইসস বাইকটা Repair করাতে দিয়েছি.. নাহলে বাইক দিয়েই যাওয়া যেত.. যাই হোক এখন এসব না ভেবে তাড়াতাড়ি বড় রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠলাম.... রিক্সায় বসে বসে টাই টা বেধে নিলাম.... আজকে অনেকটাই দেরি হয়ে গেছে... ব্যাচেলর মানুষ.. ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি.. একটা মেসে একাই থাকি.. সকাল সকাল যে কেউ ঘুম থেকে ডেকে তুলবে সেরকম কেউও তো নেই... যাই হোক, এখন এসব ভাবলে চলবে না.. আমাদের অফিসের বস এমন...

{গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে }

  গল্প: হেড মাষ্টারের দুষ্টু মেয়ে জে এস সি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম এখন ভাইয়ার কাছে আসলাম কারন স্কুল টা কাছে তাই | তো আজ প্রথম স্কুলে গেলাম ক্লাসে ঢুকবো তখনি দেখি কে যানো আমাকে লেং মেরে ফেলে দিছে তখন থাপ্পর দিতে যাবো তখনি দেখি এটা আর কেও না একটা মেয়ে দেখছি হাসছে আর মেয়ে টাও অপূরুপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর এই সব চিন্তা করে লাভ নাই তো দেখি মেয়েটা বলতেছে- মেয়ে: এই ছেলে চোখে দেখিস না ? আমি অবাক হয়ে গেলাম কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে তখন আমি বল্লাম- আমি: আজব তো আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন ? মেয়ে: এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি ? আমি: না আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে কিছু তো দেখি না | দেখি আমার কথা শুন হাসতেছে পরে বল্লো----> মেয়ে: এই তোর সাহস তো কম না বড়দের সাথে এইভাবে কথা বলস ? আমি: বড় মানে আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেনো? মেয়ে: কি তোর কত্ত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস তুই আমাকে চিনিস আমি কে ? আমি: কেনো আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা...

গল্প::অবশেষে ম্যামের প্রেমে পড়লাম

   Bangla Love story গল্প:: অবশেষে ম্যামের প্রেমে পড়লা আমি রনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমাদের কলেজের সব স্যারেরা আমাকে ভালো ভাবেই চেনেন। কারনটা হলো আমি কলেজের টপার।লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলায় ও তেমন ভালো।তাছাড়া কলেজের যে কোন অনুষ্ঠানেও আমাকে উপস্থাপনা করার দায়িত্ব দেওয়া হয়।এমনকি আন্ত কেলেজ ক্রিকেট ও ক্যরাটি টুনামেন্টেও আমার জন্যে আমাদের কলেজ চাম্পিয়ন হয়েছে এবার।সব স্যারেরা আমাকে নিয়ে গর্ব করে। আর সারা কলেজের মেয়েরাতো আমার সাথে কথা বলার জন্য পাগল।তবে আমি কারও সাথে মানে মেয়েদের সাথে কথা বলি না। আমি সব বিষয়ে পারদর্শী হলেও একটা বিষয়ে অনেক পিছিয়ে আছি আর তা হলো মেয়েদের কে খুব ভয় পায়। কলেজে কোন মেয়ের সাথে কথা বলিনা যদিও মেয়েরা আমার সাথে কথা বলার জন্য আমার পিছনে পিপড়ার মতো লাইন দিয়ে থাকে সবসময়। ।।আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে নাম মোহনা,আজ আমাদের কলেজেই ইংরেজির টিচার হিসেবে জয়েন করবে।তাকে আজ বরণ করা হবে। সেই জন্য আমাদের কলেজ ক্যাম্পাসে আজ একটা মিলন মেলা বসেছে মানে কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং সার, আমরা সবাই ক্যাম্পাসে অধীর আগ্রহে বসে আছি কখন নতুন ম্যামকে বরন ...